স্বপ্নভূমি ডেস্ক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ৮.৬ কেজি কোকেন উদ্ধার করেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। এ ঘটনায় গায়ানার নাগরিক এম এস পেটুলা স্টাফেলকে আটক করা হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক সেলিনা আক্তার জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে দোহা থেকে আসা এক যাত্রীকে আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে বিশেষ নজরদারি চালানো হয় এবং অন অ্যারাইভাল ভিসা নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাকে থামানো হয়।
তল্লাশির সময় তার বহন করা প্লাস্টিকের তিনটি বাক্সের ভেতর থেকে ২২টি ডিম্বাকৃতি ফয়েল পেপারে মোড়ানো কোকেন উদ্ধার করা হয়। মোট ওজন দাঁড়ায় ৮.৬ কেজি।
প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনাস্থলে বিমানবন্দর থানার দুই এসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। কোকেনের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ১৩০ কোটি টাকা।
উপ-পরিচালক সেলিনা আক্তার আরও জানান, আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি ও কাস্টমস আইন অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে